ওগো আমার প্রভু

ওগো আমার প্রভু

কলমে: মামুন মুন্সী


 রোজ বিহনে তোমায় ডাকি

ওগো আমার প্রভু,

তোমায় স্বরণ করি সদা 

ভুলি না তো কভু।


এই ধরাতে মালিক তুমি 

গোলাম আমি তোমার,

শেষ বিচারে চাই যে ক্ষমা

আমার সকল গোনার। 


ধর পাকড়ও করতে চাইলে

খুঁত যে আছে শতো,

দু হাত পেতে চাইছি পানাহ

পথ ভিখারির মতো।


মুক্তি যদি না পাই প্রভু 

জ্বলতে আমায় হবে,

জেনে শুনে গুনাহ কামাই 

করছি আমি ভবে।


তুমি প্রভু গফুর গাফফার

আমি অধম পাপি,

কবর আজাব শুনি যখন

হৃদয় উঠে কাপিঁ।

No comments

Powered by Blogger.