ঘন্টা দিবে ঘড়ি

 ঘন্টা দিবে ঘড়ি

🖋️ মামুন মুন্সী



বাঁচবো আমি আর কতদিন 

হিসেব শুধু করি,

চোখ বুজিলে জীবন শেষের

ঘন্টা দিবে ঘড়ি,


মরণ যেদিন আসবে বেঁকে

কেউ রবে না ভবে,

জীবন আছে মরণ আসবে

গ্রহণ করতে হবে।


ক্ষণিক সময় বাঁচবো আমি

তবুও বাহা-দুরি,

হায়াৎ শেষে ফেরেশতারা 

করবে জীবন চুরি।


মরার কথা স্মরণ হয় না

করছি বাড়ি গাড়ি,

মাটির ঘরে থাকতে হবে 

দিয়ে জীবন পাড়ি।


করছি কতো দালান কোঠা

আরো আমার লাগে,

মরার সময় বলবো আমি

কলমা পড়াও আগে।


দৈনিক কবিতায় সেরা।




No comments

Powered by Blogger.