ছড়িয়ে দেয় আলো

 ছড়িয়ে দেয় আলো

মামুন মুন্সী


শরৎ কালে বিলের পাড়ে

বসতে লাগে ভালো,

হলদে রঙে চতুর্দিকে 

ছড়িয়ে দেয় আলো।

ধানের ঘ্রাণে কৃষক মুগ্ধ

আনন্দ পায় সবে,

ধান পাকিলে তাড়াতাড়ি

কাটতে যে তা হবে।

মাথার ঘামে পিঠ ভিজে যায়

পিছু চায় না কভু,

কষ্ট দেখে সফলতা

দেন যে মোদের প্রভু।

কষ্ট করে ফলায় ফসল

পায় না কোনো মর্ম,

তবু তাহা করতে হবে

এটাই যে তার কর্ম।

শরৎ এলে কৃষক সবে 

খুশির হাসি হাসে,

গোলা ভরা ধান দেখিলে

আনন্দে বুক ভাসে।

No comments

Powered by Blogger.