নামাজ নিয়ে লিখা

 মাসিক কবিতা প্রতিযোগিতা 

সময়কাল:০২,০৭,২০২২

শিরোনাম: নামাজ 

কলমে:মামুন মুন্সী 


শুভ দিনের শুভ কাজে 

থাকবো আমি লেগে,

ভোরের আজান আসলে কানে

পড়ব নামাজ জেগে।


নামাজ দিয়ে দিবস শুরু 

দিবস শেষেও নামাজ,

অবহেলা করলে তুমি 

খোদা হবেন না'রাজ।


দুপুর বেলা নামাজ পড়তে

হয় যে কতো কষ্ট ,

নামাজ বিনে থাকলে তুমি 

পূর্ণ জীবন নষ্ট ।


সূর্য ঢলে বিকেল হলে 

নামাজ পড়তে হবে,

নামাজ ছাড়া অন্য কাজে 

শান্তি যে নাই ভবে।


সন্ধ্যা বেলা নামাজ পড়ে

থেকো তুমি বসে,

খোদার নামে তাসবী জপে

হিসেব রেখো কষে।


রাত্রি বেলা ঘুমের আগে

পড়ো নামাজ এশা,

নিয়মিত নামাজ পড়ার 

করো তুমি পেশা।


নামাজ দিয়ে গুনাহ্ বালাই

রাখবে তুমি রুখে,

নামাজ পড়লে পরকালে 

থাকবে মহা সুখে।


এই  কবিতাটি দিয়ে আমি মাসিক কবিতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করি, এবং সেরা খেতাব অর্জন করি।




No comments

Powered by Blogger.