তুমি সবার মালিক

 তুমি সবার মালিক

✍️ মামুন মুন্সী


আকাশ পানে দু'চোখ মেলে 

দেখি তোমার সৃষ্টি,

যতই দেখি তবু আমার 

কাটে না এই দৃষ্টি।


সৃষ্টি তব আছে অনেক

তুমি সবার মালিক,

তোমার হাতে সব ক্ষমতা

তুমি মোদের খালিক।


স্রষ্টা তুমি মহান প্রভু

তুলনা তব হয় না,

তোমার হাতে গড়ন দেখে

মন যে ঘরে রয় না।


তোমার দেখা পাই যে কবে

এই আশাতে থাকবো,

দিদার তব শেষ ধরাতে

দৃষ্টি দিয়ে রাখবো।


গুনাহ মোরা করেছি বহু 

মাফ যে চাহি তোমার,

পর জগতে আজাব আছে 

বাকি তো নাই বোঝার।


এই কবিতাটি যৌথ কাব্যে প্রকাশ পেয়েছিল। বইটির নাম আশার আলো।

আমার লিখা কবিতা



No comments

Powered by Blogger.