ফুলের ঘ্রাণে
ফুলের ঘ্রাণে
✍️ মামুন মুন্সী
ফুল দেখিতে ভালোই লাগে
নানান রঙে ভরা,
ফুল বাগানে গেলেই আমার
হয় যে তাহা ধরা।
ফুলকে আমি ভালোবাসি
ফুলের সাথেই খেলি,
কত রঙের আছে যে ফুল
গোলাপ,জবা,বেলী।
ফুলের বুকে ভ্রমর বসে
করে মজার খেলা,
ফুল বাগানে যায় যে দেখা
কত ফুলের মেলা।
ফুলের কথা কি বলিবো
অনেক রকম থাকে,
ফুলের ঘ্রাণে মুগ্ধ আমি
দেখছি আঁকে বাঁকে।
ফুলের মালা গলায় দিয়ে
লিখবো আমি গল্প,
যত কিছুই লিখি আমি
হবে যে তা অল্প।
No comments