জীবনটা ফুল বিছানো ফুলসজ্জা নয়

 

#mamunmunshi86


----জীবনটা ফুল বিছানো ফুলসজ্জা নয়,

এ কথাটি আমরা সকলেই মিজানুর রহমান আজহারী হাফিজাহুল্লাহ্ এর মুখ থেকে শুনেছি।


আর এ বিষয়টিতে আমার ক্ষুদ্র জ্ঞানে যা এসেছে তাই শেয়ার করলাম। আশা করি এক মিনিট সময় নিয়ে পড়লে উপকৃত হবেন।💚💚💚


আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।


আশা করি আপনারা সকলেই ভালো আছেন! আমিও আল্লাহর রহমতে ভালো আছি।


আজকে আমি যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো, আমার ধারণা আপনারা সকলেই হয়তো এ বিষয়ে আমার থেকে বেশি জানেন। তবুও আমি এজন্য শেয়ার করতেছি, যদি আমার জানায় কোনো কমতি থাকে তাহলে আমাকে জানাবেন।


বিষয়টি হচ্ছে:- দুনিয়ায় রব আমাদেরকে সৃজন করেছেন, এবং যথাযথ রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। তবে এখন আমাদের কেন রিজিকের জন্য দৌড়াতে হয়? 


"এর উত্তর„ একেক জনের কাছে একেক রকম হতে পারে, আর আমার কাছে যেটা তা আমি শেয়ার করছি।


মহান রাব্বুল আলামীন পবিত্র কোরআন পাকে স্পষ্ট ভাষায় বলেছেন: "তোমরা নামাজ শেষ করে রিজিক অন্বেষণে বের হয়ে যাও। এবং আমি রবের অনুগ্রহ তালাশ করো" সূরা জুমআ -১০.


ভাই আল্লাহ তায়ালা তো চাইলেই পারতেন, আপনার আমার সবার মুখে এনে খাবার তুলে দিতে। কিন্তু তা করেন নি এটা পরীক্ষা করার জন্য যে, বান্দাদের মধ্য হতে কে কেমন চেষ্টা করে? কে হালাল পথে? আর কে হারাম পথে? আর কে শুধু সম্পদ তালাশে ব্যাস্ত? আর কে খোদার ডাকে সাড়া দেওয়ার পর বাকি সময়টুকু নিজের জীবিকা নির্বাহ করতে ব্যাস্ত? 


যেখানে আপনার রব নিজেই আপনার চেষ্টার পরে সফলতা রেখেছেন, সেখানে আপনি কেন ধৈর্য হারাবেন? আপনি কেন আলসামো করবেন? 


ভাই আপনার জীবন আপনাকেই সাজাতে হবে, আপনার দুনিয়া, আখেরাত আপনাকেই গড়তে হবে। 


তাই সচেষ্ট হন, সময় কাজে লাগান, রবের কাছে চেয়ে নিন। সফলতা আপনাকে স্পর্শ করবেই ইনশাআল্লাহ।

No comments

Powered by Blogger.