কর্ম
সময়কাল: ১৯,০৭,২০২২
ছন্দ: স্বরবৃত্ত:- ৪+৪+৪+১
শিরোনাম: কর্ম
কলমে: মামুন মুন্সী
কর্ম করতে লজ্জা কিসের
শক্ত করো মন,
কর্ম করেই অর্জন করো
বেঁচে থাকার ধন।
নিজের হাতে কর্ম করলে
পাবে কেন লাজ,
যদিও তুমি করো হে ভাই
নিম্ন মানের কাজ।
তোমার কর্মে তুমি সেরা
অন্য কেহই নয়,
কর্ম করে জীবন গড়তে
পাবে কেন ভয়।
কাজকে তুমি ভালোবাসো
ঘৃণা করো না,
কাজের ক্ষেত্রে অবহেলা
মোটেও ভালো না।
কর্মী হয়ে গড়বে তুমি
মোদের সোনার দেশ,
কাজের বেলা বাহবা পাবে
সবার কাছে বেশ।
No comments