আগলে রাখো মাকে
আগলে রাখো মাকে
কলমে: মামুন মুন্সী
সকাল হলো আসো রে খোকা
খাবার খেয়ে নাও
জলদি করে খাবার খেয়ে
পাঠশালাতে যাও।
খোকা তোমার বয়স কম
চুপটি মেরে থাকো,
বড় যদিও হও রে খোকা
মায়ের কাছে নাকো।
সময় হলে বুঝবে খোকা
মায়ের কি যে দাম,
হারিয়ে গেলে লাভ হবে না
কাটলে তুমি চাম।
মা যে তোমার সবার সেরা
যার তুলনা নাই,
মরবে যবে বলবে তুমি
তোমায় আমি চাই।
কেঁদে সেদিন লাভ হবেনা
আগলে রাখো মাকে,
তুমি যেদিন আঘাত পেতে
কাঁদতো ফাঁকে ফাঁকে।
দৈনিক সেরা অর্জন।
No comments