নামাজ

শিরোনাম: নামাজ 

কলমে: মামুন মুন্সী 


ফজর হলে আজান শুনি 

মিষ্টি মধুর সুর,

নামাজ পড়ে পাড়ি দিবো 

পথ যে বহু দূর।


নামাজ ছেড়ে চলছি আমি

ভয় কি কভু পাই?

পরপারে খোদার ধারে 

শান্তি আবার চাই।


নামাজ হলো চাবি আমার

শান্তি সুখের পথ,

নামাজ বিনে থাকলে আমি

বন্ধ হবে রথ।


হেলায় খেলায় নামাজ ছেড়ে

করছি আমি পাপ,

মরার পরে কবর দিলে

দংশন করবে সাপ।


কবর আজাব বড়ো কঠিন

মুক্তি আমি চাই,

খোদার হুকুম না মানিলে 

রেহাই আমার নাই।


এই কবিতাটি দিয়ে আমি দৈনিক কবিতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করি, এবং সেরা খেতাব অর্জন করি।






No comments

Powered by Blogger.