দ্বীনের বানী
দ্বীনের বাণী
মামুন মুন্সী
নবী মোদের খোদার হাবীব
বাসবো মোরা ভালো,
ভালো তাঁকে বাসলে মোদের
কবর হবে আলো।
জন্ম যবে হলেন তিনি
ছিলেন মরুর বুকে,
আরব বাসী কষ্ট দিতো
তাঁকে ধুকে ধুকে।
ছোট বেলায় আদর পেতেন
বাসতো সবে ভালো,
দ্বীনের বাণী শুরু করতেই
মুখ করে নেয় কালো।
শতো কষ্ট পেয়েও তিনি
মুখ খুলেনি কভু,
মুখটি খুলে বললে কিছু
ধ্বংস করতেন প্রভু।
লাখো হাজার শোকর করি
উম্মত মোরা তাহার,
আকাশ ভূমি হতো না আজ
জন্ম বিনে যাহার।
No comments