রবে জনম ভর
রবে জনম ভর
কলমে: মামুন মুন্সী
ভাই বোনেরই ভালোবাসা
হয় না কভু পর,
ভাই বোনেরই আদর সোহাগ
রবে জনম ভর।
বোনটি যখন পরের ঘরে
আজকে থাকে ভাই
বোনের টানে ভাইয়ের মনে
হঠাৎ চলে যাই।
ভাই বোনেরই ভালোবাসা
মায়ের পরে রয়,
যদিও কভু তাদের মাঝে
ঝগড়াঝাঁটি হয়।
বোনের সাথে লড়াই করতে
অন্যরকম স্বাদ,
বোনের কোনো ত্রুটি পেলে
ভাইটি হয় উন্মাদ ।
ভাইয়ের কোনো ত্রুটি পেলে
বোনটি থাকে চুপ,
ভাই বোনেরা খুনশুটিতে
ছড়ায় নব রূপ।
No comments