Decision

 


একটি মাত্র সঠিক সিদ্ধান্ত বদলে দিতে পারে আপনার জীবন।


একটু সময় হবে কি? বিষয়টি জানার জন্য🤚


বর্তমান সময়ে আমাদের সকলের প্রায় এক ধরনের সমস্যা দেখা দেয়, আর তা হল 'সঠিক সময়ে সিদ্ধান্ত গ্রহণ করতে না পারা। 


আসলে এটা আমাদের ব্যাক্তিগত কোনো সমস্যা নয়, বরং জাতিগত সমস্যা। আসুন কিছু উদাহরণ দেখি:-


১. আমাদের প্রথাগত পড়াশোনার সিলেবাস, আপনি ইচ্ছায় বা অনিচ্ছায় আপনার জীবনের ১০-১২ বছর মহামূল্যবান সময় কাটিয়ে দেন এর পিছনে। অথচ দিনশেষে সকলেই তালাশ করে অভিজ্ঞতা কী? 


২. আপনি চাইলেও পড়াশোনার পাশাপাশি অন্য কিছু করতে পারবেন না। কারণ এতে আসবে পরিবারের বিশাল বাঁধা। তারাও বা কি করবে, সমাজ ব্যবস্থা যখন এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে। 


৩. যদি বাস্তবতা যাচাই করেন তাহলে দেখবেন, শতাধিক ডিগ্রীধারী লোক আজ কর্ম খুঁজতে খুঁজতে জুতা ক্ষয় করে ফেলছে। এর বিপরীতে কিছুসংখ্যক নবীন নিজেই নিজের কর্মসংস্থান গড়ে তুলেছে।


পরিশেষে কথা একটিই, মানুষের কথায় কান না দিয়ে সঠিক পথ খুঁজে বেড়ান। অতি শীঘ্রই পৌঁছে যেতে পারেন আপনার কাঙ্খিত লক্ষ্যে। আর ঠিক তখন ঐ মানুষগুলো আপনাকে বাহবা দিবে, যারা এতদিন আপনাকে প্রথাগত সিলেবাসে আবদ্ধ করে রেখেছিল।


সুতরাং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করুন, জীবনটাকে নিজের মত উপভোগ করুন।


#mamunmunshi86 

#Happy_Freelancing 

#digitalmarketer

No comments

Powered by Blogger.