কবে ফিরবে চেতনা?

 




আর কবে ফিরবে আমাদের চেতনা?

আসুন অল্প সময়ে জেনে নেই।

বর্তমান সময়ে আমাদের দেশে যা চলতেছে, এ যেন এক ধারাবাহিক কোনো শো।

এ সমস্ত লোক নিজেদেরকে মানুষ হিসেবে পরিচয় দেয় কীভাবে? 

ওদের মাঝে তো মানুষত্ব খুজেও পাওয়া যায় না । ওদের থেকে হিংস্র পশু হাজার গুণ ভালো । কারণ ওরা কখনো স্বজাতির উপর আক্রমণ করে না ।


এ সময়ে আমাদের করণীয়: 

পুরো দেশবাসী একটি পরিবারের ভূমিকা পালন করতে হবে। মনে করবেন, আপনার বোন, আপনার মা, তাহলেই কিছু করা সম্ভব।

আর যদি মনে করেন, ঐ মেয়ে তো আমার কেহ না! তাহলে ভাই শুনুন! ওর সাথে হয়েছে, আপনার সাথে হবে না এর গ্যারান্টি কি? আপনার মা, বোন, পরিবার পরিজন কি খুব নিরাপদে আছে? ভাই! এখনই সময় অন্যায় রুখে দেবার। আসুন সচেতন হই।


এবার যদি বলি ওদের শাস্তির ব্যাপারে: তাহলে শুনুন; এ কাজের পর যখন বিচার চাইতে চাইতে আত্মীয় স্বজনের চোখের জল শুকিয়ে যায়। তখন তাদের শান্তনা দেওয়ার জন্য দিনের আলোতে লোক সম্মুখে গ্রেফতার করে নিয়ে যায়। তবে এ শাস্তি কতদিন ধরে চলে এটা কেউ জানতে পারে না। তার কারণ হল যেভাবে লোক সম্মুখে গ্রেফতার করে নিয়ে যায়, সেরূপে শাস্তি তো হয় না। বরং কোনো এক রাতের আধারে তাদেরকে মুক্ত করে দেওয়া হয়। যাতে ভবিষ্যতে এ কাজটি সে বুক ফুলিয়ে করতে পারে ।


এ সমস্ত শাস্তির কারণে দেশে এ সমস্ত অমানবিক কাজ কমে যাওয়ার বিপরীতে বেড়েই চলছে। কারণ এটা কোনো শাস্তি নয়, বরং অতি যত্নে জামাই আদর। 


বিচার কেমন হওয়া উচিত: ইসলামী অনুশাসন যে সমস্ত দেশগুলোতে প্রতিষ্ঠিত, ঐ সমস্ত দেশে খোঁজ নিয়ে দেখেন। যদি হার অনুযায়ী তারা আমাদের থেকে ভালো থাকে, তাহলে ইসলামী অনুশাসন অনুযায়ী কয়েকটি বিচার কার্য স্থাপন করেন। ইনশাআল্লাহ! এ সমস্ত হায়েনা কমে যাবে। 

ভালো থাকবেন। নিজের ও পরিবারের প্রতি খেয়াল রাখবেন।





No comments

Powered by Blogger.