কলম চাষী (কবি কাজী নজরুল ইসলাম)

 কলম চাষী (কবি কাজী নজরুল ইসলাম)

কলমে: মামুন মুন্সী



ভাষার যদি থাকতো গাড়ি

তুমিই হতে চালক,

কারণ তুমি বাংলা ভাষার

খুবই দক্ষ বালক।


নামটি তোমার কলম চাষী

লেখা তোমার নেশা,

তোমার থেকে শিখে নিলাম

লেখালেখির পেশা।


বাংলার বুকে তুমিই সেরা

সেরা মোদের কাছে,

শত্রু তোমার ছিল প্রচুর

জানা মোদের আছে।


সেরা পদক তোমার ছিল

করতে শুধু কষ্ট,

শত্রু তোমার ঘরেই ছিলো

করলো তা নষ্ট।


তোমায় আমি অর্চা মানি 

লেখালেখির কাজে,

লেখা আমার শিখতে হবে 

তোমার লেখার সাজে।


কলম ধরে চাই যে হতে

তোমার মত কবি,

তাইতো আমি সকাল বিকাল

আঁকি তোমার ছবি।


বাংলার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মত একজন কবি হতে চাই, হে খোদা! তুমি কবুল করো।



No comments

Powered by Blogger.