তুমি আমার গুরু

 তুমি আমার গুরু

🖋️ মামুন মুন্সী


বাবা তোমার মরণ কথা 

শুনতে আমি চাই না,

তোমার মতো আদর আমি

কারো কাছেই পাই না।


তুমি আমার জন্মদাতা

তুমি আমার গুরু,

তোমার কাছে হয় যে আমার

পড়ালেখা শুরু।


বাবা তুমি শত কষ্টে

মুখটি রাখো বুঝে,

ছেলে মেয়ে থাকবে খুশি

সে পথটি নাও খুঁজে।


সর্ব হারা হতে রাজি

তুমি থাকলে পাশে,

তুমি বিনে একলা আমি

বাঁচবো কার আশে।


এই জগতে সবচে বেশি

তোমায় বাসি ভালো,

আমায় রেখে চলে গেলে

জীবন আমার কালো।


এই কবিতাটি যৌথকাব্যে প্রকাশ পেয়েছিল। 




No comments

Powered by Blogger.