কলম হাতে

কলম হাতে

মামুন মুন্সী


কলম দ্বারা লিখবো আমি

চির চেনা সত্য,

কলম দ্বারা দিবো আমি

দেশের সকল তথ্য।


কলম আমার আসল শক্তি

কলম ভালোবাসা,

কলম দ্বারা করবো প্রকাশ

আমার প্রিয় ভাষা।


কলম যদি স্বচ্ছ থাকে

স্বচ্ছ থাকবে ভূমি,

এখন থেকে কলম দিয়ে 

খাতায় দিবো চুমি


কলম হলো লিখার যন্ত্র

সাথে লাগে খাতা,

এখন থেকে লিখবো আমি

ইতিহাসের পাতা।


স্মৃতির পাতায় থাকবো আমি

আমার কলম দ্বারা,

আমায় স্বরণ  রাখবে বুকে

কলম সৈনিক যারা। 


কলম সৈনিক হওয়ার আশায়।




No comments

Powered by Blogger.