পাখির কূজন

 পাখির কূজন

🖋️ মামুন মুন্সী 



পাখির কূজন শুনিতে আমার 

লাগে যে খুবই ভালো,

গাছের আগায় কিচির মিচির

দেখিতে পেলেই আলো।


বনের পাশেই বাড়ি টি আমার

সকাল হলেই পাখি,

পাখির কূজনে খুলিতে যে হয়

আমার দুই টি আঁখি।


বাবুই, চড়ুই,দোয়েল, শালিক

নাম তো কতই জানি,

পাখি যে আমার শখের জিনিস

তাই তো নিজেই আনি।


বাবুই পাখির ঠোঁটের গড়ন 

নানান রকম বাসা,

গাছের পাতায় ঝুলিছে অনেক

দেখিতে পুরোই খাসা।


একই গাছের নানান শাখায় 

চড়ুই বাবুই খেলা,

মধুর সুরের কূজন শুনেই 

কাটাই আমার বেলা।




No comments

Powered by Blogger.