খোদার হাতে
শিরোনাম: খোদার হাতে
কলমে: মামুন মুন্সী
সময়কাল: ৩০,০৭,২০২২
এই ধরাতে খোদার হাতে
নানান রকম সৃষ্টি,
কভু দেখি রৌদ্র প্রখর
আসে আবার বৃষ্টি ।
পূর্ণ ভবের মালিক তিনি
তুলনা যার হয় না,
হুকুম তাহার মানতে আমার
মন যে ঘরে রয় না।
হুকুম মেনে হবো আমি
বান্দা তাহার খাঁটি,
তিনি আমায় সৃজন করেন
দিয়ে কাদা মাটি।
মাটির দেহ মাটি খাবে
দম্ভ তবু করি,
জানি না তো কিছুই আমি
কোথায় কখন মরি।
এই কবিতাটি আমি কোনো গ্রুপে দেই নাই।
No comments