আমার জীবন
আমার জীবন
✒️ মামুন মুন্সী
কাজের ফাঁকে সময় যে নাই
লিখবো আমি ছড়া,
অর্থ আমায় ভোগায় অনেক
ছাড়তে হলো পড়া।
ছাত্র জীবন মধুর ছিল
সুখ আনন্দে ভরা,
কর্ম জীবন কষ্ট হলে
নেই যে কিছু করা।
ছোট্ট বেলায় বাবার ঘামে
খাবার যেতো পেটে,
তখন থেকে শিখে নিলাম
খেতে হবে খেটে।
খোদার কাছে চাই যে আমি
হালাল টাকা রুজি,
হাজার হাজার পথের মাঝে
সঠিক পথটা খুঁজি।
ঋণের বোঝা মাথায় নিয়ে
চলছি খোলা পায়ে,
ঋণের প্রচুর আঁচ পড়েছে
আমার ছোট্ট গায়ে।
মরণ আসার আগে প্রভু
মুক্তি দিও মোরে,
মরে যেনো আজাব না পাই
সাড়ে তিন হাত ঘোরে।
No comments