নিধন বুঝি নাই

 

সময়কাল: ১০,০৮,২০২২

শিরোনাম: নিধন বুঝি নাই

কলমে: মামুন মুন্সী 


আমার কাছে পয়সা বহু  

আমি যে খুব ধনী,

তবুও আমি খুঁজে বেড়াই

সোনা দানার খনি।


ঈষৎ হলে মন ভরে না 

নিধন বুঝি নাই,

মরবো যবে পয়সা তবে

কোথায় যাবে ভাই।


অর্থ কড়ি নিজের নহে 

যত আগলে রাখি,

এখন থেকে চোখটি বুঝে

প্রভুকে তাই ডাকি।


প্রভুর প্রিয় গোলাম হয়ে 

বিদায় যেনো পাই,

মরণকালে খোদার ধারে

ঈমান আমি চাই।


টাকা আমার আপন নহে 

আপন হলো মাটি,

বড়াই যত করি না কেন 

কবর হবে ঘাঁটি।


এই কবিতাটি দিয়ে সর্বপ্রথম আমার কবিতা অনলাইন পত্রিকায় প্রকাশ পায়।




No comments

Powered by Blogger.