পাপের বোঝা
৩১/১০/২০২১
শিরোনাম: পাপের বোঝা
🖋️ মামুন মুন্সী
পাপের বোঝা হচ্ছে ভারী
দিন যতো যায় ততো,
জেনে শুনে থাকছি আমি
অন্যায় কাজে রতো।
জবাব দেবার ভাষা আমার
নেই যে রবের ধারে,
আটকে বুঝি যাবো আমি
পুল-সিরাতের পাড়ে।
ওহে প্রভু তোমার পানে
হিসাব-খাতা জমা,
নেকি-বদি যা করেছি
চাই যে আমি ক্ষমা।
তুমি ছাড়া নাই যে কেহ
ক্ষমা করার মতো,
মুক্তি তুমি দিতে পারো
থাকলে গুনাহ শতো।
No comments