অনাহারে ভুগে
অনাহারে ভুগে
মামুন মুন্সী
অনাহারে ভুগে মোরা করি বহু কাজ,
কাজ করে টাকা আনি নেই কোনো লাজ।
কাজে সুখি লোক মোরা কাজে কাটে দিন,
কম আয়ে দিন কাটে করি না তো ঋণ।
ঋণ করা ভালো নয় তা একটা বোঝা,
ধার করে পথ চলা হয়না তো সোজা।
খেতে চাই নুন ভাত দামী কিছু নয়,
নুন ভাত খেয়ে মোরা দেশ করি জয়।
জয়ী যদি হতে চাও দেখো কারা সেরা,
শুরু থেকে ছিল তারা অনাহারে ঘেরা।
তুমি যদি কাজ করো খুশি হবে বাবা,
অনাহারে তুমি কভু খাবে না কো থাবা।
বাবা তুমি দোয়া করো আমি যেনো পারি,
কাজে গিয়ে কভু যেনো আমি নাহি হারি।
সবশেষে বলি আমি দাও খোদা সুখ
তুমি বিনে কারো কাছে বলিনা তো দুখ
সবকিছু তুমি করো তুমি হলে প্রভু,
সুখে দুখে রাখি মনে ভুলি না যে কভু।
খালি পেটে ডাকি মোরা ভরা পেটে ডাকি,
কোন দিন পাবো সাড়া ডেকে যেতে থাকি।
No comments