মাকে রাখবো বুকে
মাকে রাখবো বুকে
কলমে: মামুন মুন্সী
মায়ের গর্ভে ছিলাম যখন
ছিলাম আমি ভালো,
জন্ম হয়ে দেখতে পেলাম
জগৎ ভরা আলো।
গর্ভে থাকতে মা কে আমি
দিতাম শুধু কষ্ট,
আমার জন্য মায়ের খুশি
হয়েছে যে নষ্ট।
আমার কান্না শুনতে পেয়ে
মা যে খুশি হলো,
নামটি তাহার কি রাখা যায়
তোমরা সবে বলো।
নিজের কোলে রাখতো আমায়
ফেলতো না তো কভু,
মায়ের মনে এতো মায়া
দিলেন আমার প্রভু।
আমার দুঃখে কাঁদেন তিনি
হাসেন আমার সুখে,
যত বড় হই না কেনো
মা কে রাখবো বুকে।
সেরা অর্জন।
No comments