বন্ধু আমার
সময়কাল:০৮,০৭,২০২২
শিরোনাম: বন্ধু
কলমে: মামুন মুন্সী
বন্ধু আমায় কোনো সময়
করিস না তুই পর,
স্বার্থ শেষে আমায় আবার
বলিস না তুই সর।
একই আত্মায় ছিলাম মোরা
দেহ মোদের দুই,
সময় কালে প্রিয় ছিলাম
বলতি আমায় তুই।
কষ্ট কভু চাইনি দিতে
দিয়েছি সব সুখ,
বিপদ আমার আসলো বলে
চিনে নিলাম মুখ।
ভেবে ছিলাম প্রিয় বন্ধু
কষ্ট পেলাম তাই,
বন্ধুর মনে কষ্ট দিবো
এমন চিন্তা নাই।
বন্ধু আমি আশায় আছি
ফিরবে বলে তাই,
জানি আমি ফিরে এসে
বলবে আমায় ভাই।
এই ভূবনে ছিলাম বন্ধু
থাকবো মরার পর,
আমাদের এই ভালোবাসা
থাকবে জনম ভর।
No comments