তুমি আমার মালিক
তুমি আমার মালিক
কলমে: মামুন মুন্সী
প্রভু তুমি আমার মালিক
তুমি আমার রব,
তোমার জন্য ছাড়তে পারি
এ পৃথিবীর সব।
দিনের বেলা নামাজ পড়ি
রাতের বেলা ঘুম,
ফজর হলে আজান শুনে
তোমার পায়ে চুম।
তোমার হুকুম মানতে রাজি
জীবন যদি যায়,
সেজদা করে মরবো আমি
তোমার গায়বী পায়।
তোমার হাতে সকল শক্তি
মুক্তি মোদের দাও,
আমল-নেকি কি করেছি
হিসেব তুমি নাও।
হিসেব বিনে ক্ষমা করো
এটাই মোরা চাই,
হিসেব নিলে বাঁচবো মোরা
এমন উপায় নাই।
এই কবিতাটি আমি বিভিন্ন গ্রুপে পোস্ট করি। এবং সেরা পুরষ্কার অর্জন করি।
No comments