বিদায়
শিরোনাম: বিদায়
কলমে: মামুন মুন্সী
বিদায় এতো কষ্ট কেনো
বলবে আমায় তুমি,
থাকতে সবে কাছে টানে
দেয় কপালে চুমি।
সকাল বেলা হাসি মুখে
ছিলাম আমি নীড়ে,
বিকেল হতেই কান্না ধ্বনি
হচ্ছে আমায় ঘিরে ।
দূরে গিয়ে থাকতে একা
ভয় যে লাগে মনে,
ভবের মানুষ বড়ই পাষাণ
যায় না আমার সনে।
এখন আমি করি কি যে
নেইতো দেহে শক্তি,
মরার পরে নাই যে খবর
বেঁচে থাকতে ভক্তি।
খোদার কাছে চাই যে আমি
ঈমান নিয়ে মরণ,
ঈমান বিনে বিদায় নিলে
ধ্বংস আমার চরণ।
দৈনিক কবিতা প্রতিযোগিতায় সেরা খেতাব।
No comments