হক্বের বাহক বাবুনগরী
হক্বের বাহক বাবুনগরী
কলমে: মামুন মুন্সী
তিনি ছিলেন হক্বের বাহক
উচ্চ কন্ঠে বলার ,
তিনি ছিলেন নির্ভী- নাবিক
সত্য পথে চলার।
জালিম যখন করতো জুলুম
রুখে দিতেন তিনি,
সাহস তাঁকে দিয়েছিলেন
সৃষ্টিকর্তা যিনি।
পায়ে ছিল দূর্বলতা
মনে ছিল শক্তি,
তাইতো মোরা করি তাঁকে
অন্তর থেকে ভক্তি।
হক্বের কথা বলায় তিনি
শত্রু ছিল শত,
বৃদ্ধ হবার পরেও তাই
ধরে রাখতো রথ।
তোমরা এবার খুশি হলে
মৃত্যু খবর শোনে,
তাঁর বিরহে জমছে ব্যথা
মোদের বুকের কোণে।
প্রিয় শায়খকে নিয়ে লিখে কুড়িয়েছি সেরা খেতাব।
No comments